আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com-এ। ভালো থাকুন সকলে। চলতে থাকুক কলম। বলতে থাকুক শব্দ।

প্রচ্ছদ

A SAHITYA-ADDA Initiative C/O:sahitya A BLOG MAGAZIN STAY WITH US THANK YOU
bloggerblogger

শনিবার, ২৭ ডিসেম্বর, ২০১৪

কবিতাঃ কৃষি // রেহান কৌশিক

শতাব্দী প্রাচীন ঘুম মুছে ফেলে চেয়েছি জাগাতে
নিজের ভিতরে থাকা সব রং আলোর ফসল।
অন্ধকারে আর নয়, আলোশস্যে সাজাবো তোমাকে
ঠোঁটের কিনারে ঠিক জ্বেলে দেব রৌদ্রমাখা জল...

তাকাবে স্পষ্ট আবার? বাজাবে ঘুঙুর কাছে এসে?
আবির ওড়ানো দিনে ফিরে যাব পুরনো শহরে,
হারানো সুড়ঙ্গ খুঁড়ে তুলে আনব ধুলোগান আর
যে লাবণ্য নিভে গিয়ে ঘুমিয়েছে বিমর্ষ পাথরে!

মৌন দাঁড়াও এখানে। বুনে দেব তোমার ভিতর

আমার সমস্ত ভাষা, মুঠো ভর্তি সমস্ত অক্ষর... 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

CSS Drop Down Menu
আমাদের লেখা পাঠান careofsahitya@gmail.com- এ মেল করে।